বিনোদন

ওটিটি জগতে যুক্ত হলো ‘দোয়েল’

ডিজিটাল বিনোদন দুনিয়ায় পথচলা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র‍্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয় দোয়েলের বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। 

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর সূচনা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

শেখ জাহিন আহমেদ বলেন, “বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদেরকে প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

ধারাবাহিক পরিবেশনায় দোয়েলর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম দোয়েলের অনুষ্ঠানের ধরণ, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন। এরপর ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। জাদুর ছলাকলায় দর্শক-শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই শিল্পী। 

পরের পরিবেশনায় মঞ্চ মাতান শিশুশিল্পীরা। ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনায় নান্দনিকতার ছোঁয়ায় শৈল্পিক পরিবেশ সৃষ্টি হয় গোটা মিলনায়তনে। দোয়েলের আনুষ্ঠানিক পথচলার উদ্বোধনী আয়োজনে নতুন এই ওটিটি প্ল্যাটফর্মকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইয়ের ডিরেক্টর অব মিডিয়া আবদুর রহমান।  

তাছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ, বৈশাখী টেলিভিশনের হেড অব ইনফোটেইনমেন্ট আহসান কবির, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল প্রমুখ।  

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা নামে।