সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য কাহিনি ও চিত্রনাট্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৫–২৬ অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ জানুয়ারি। নির্মাতাদের সুবিধার্থে সেই সময়সীমা বাড়িয়ে আগামী ১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মার্চ বিকেল ৫টার মধ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারবেন নির্মাতা ও প্রযোজকেরা।
এর আগে গত ৮ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করে মন্ত্রণালয়। এতে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে। অনুদান পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, দেশের চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতা উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর সরকারি অনুদান দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, এই অনুদান নতুন নির্মাতা ও ভিন্নধর্মী গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।