বিনোদন

থেমে গেছে নির্মাতা কাজী মোরশেদের দেহঘড়ি

বিনোদন ডেস্ক : চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন নন্দিত চলচ্চিত্র নির্মাতা কাজী মোরশেদ। ৩ অক্টোবর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় কাজী মোরশেদকে। বৃহস্পতিবার তার শারিরীক অবস্থার আরো অবনতি হতে থাকে। শুক্রবার সকালে তিনি চিরদিনের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।কাজী মোরশেদ ১৯৫০ সালের ২৪ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রের কর্মজীবন শুরু করেন পরিচালক এস এম শফির সহকারী হিসেবে। এরপর সান্ত্বনা নামের একটি চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে চিত্রনির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন।এরপর নির্মাণ করেন একই বৃত্তে, ঘানি’সহ বেশ কিছু চলচ্চিত্র এবং টিভি নাটক। ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে ছবিটি।শুক্রবার সকাল ৭টায় থেমে যায় কাজী মোরশেদের দেহঘড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।রাইজিংবিডি/ ঢাকা/ ৩ অক্টোবর ২০১৪/ পাভেল