বিনোদন

আজীবন সম্মাননা পেলেন রাজ্জাক ও শবনম

বিনোদন প্রতিবেদকঢাকা, ৮ জুলাই: প্রথমবারের মতো আয়োজিত ইফাদ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২-এ আজীবন সম্মাননা পেলেন নায়ক রাজ রাজ্জাক ও চিরসবুজ নায়িকা শবনম।

এছাড়া ২০১২ সালে চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে।

গতকাল রোববার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ইফাদ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২ অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি এবং অনলাইন মিডিয়া পার্টনার ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এতে চলচ্চিত্র বিষয়ক মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

রাত ৮টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের কলাকুশলীরা।

পুরস্কারের পাশাপাশি এতে ছিল বর্তমান ও আগের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার বক্তব্যে বলেন,‘যারা রুপালি পর্দার মানুষ, যারা আমাদের আমাদের সবসময় বিনোদিত করেন, তারা সম্মান পাওয়ার যোগ্য।

তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমাদের বিনোদন জগতকে আরো সৌন্দর্যের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন,‘বিনোদনের মাধ্যমে তরুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌছে দিতে হবে।’

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি শামসুল আলম, এনটিভির পরিচালক মোসাদ্দেক হোসেন ফালু ও ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন এফ আই মানিক ‘স্বামী ভাগ্য’ চলচ্চিত্রের জন্য।

শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মিজু আহমেদ, পার্শ্ব অভিনেতা হিসেবে আলী রাজ, পার্শ্ব অভিনেত্রী উপমা, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা কনক চাঁপা, শ্রেষ্ঠ গীতিকার মো. রফিকুজ্জামান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন নায়ক ফেরদৌস ও ইরিন জামান।

 

রাইজিংবিডি/এলএ