বিনোদন

‘অপরাজিতা’য় ড. শিরীন শারমিন চৌধুরী

বিনোদন প্রতিবেদক : নারীরা এ জগতের শক্তি আর প্রেরণার উৎস। নারী অন্ধকারে আলো ছড়ায়, পথ দেখায়, আলোকিত করে প্রজন্ম থেকে প্রজন্ম। যে নারী গর্ভধারিণী, যে নারী মায়াময়, যে নারীর জন্য যুগ যুগ ধরে বহমান আমাদের এই মানব সভ্যতা। এই একবিংশ শতাব্দীতে নারীরা আজ স্বমহিমায় উজ্জ্বল। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে এটিএন বাংলা নির্মাণ করেছে নারী দিবসের বিশেষ অনুষ্ঠান অপরাজিতা। এ অনুষ্ঠানটি নির্মিত হয়েছে জাতীয় সংসদের প্রথম মহিলা স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে।  এ অনুষ্ঠানে ড. শিরিন শারমিন চৌধুরী তার ছোটবেলা, বেড়ে ওঠা, শিক্ষা জীবন, পরিবারিক জীবন, রাজনৈতিক মতাদর্শ এবং ভবিষ্যত ভাবনার কথা বলেছেন। সাফল্যের শীর্ষে আরহণকারী এই আলোকিত নারীর আলাপচারিতায় অনুপ্রাণিত হবেন এই প্রজন্মের নারীরা, নতুন উদ্যমে হাঁটবে স্বপ্ন পুরণের পথে এমনটাই প্রত্যাশা আয়োজক কমিটির। রুকসানা কবীর কাকলীর পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন- মুকাদ্দেম বাবু। ৮ মার্চ, রোববার রাত ৯টা ১৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।

   

রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৫/শান্ত