উদ্যোক্তা/ই-কমার্স

উদ্যোক্তাদের জন্য উই`র মাসিক মাস্টারক্লাস অনুষ্ঠিত

নারী উদ্যোক্তা নির্ভর ফেসবুক গ্রুপ 'উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)'-এর ৫ম মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে অনলাইনে এই ক্লাস হয়।

এবারের মাস্টারক্লাসের মূল বিষয় ছিল 'রপ্তানি'। রপ্তানি সম্পর্কিত বিষয়ে বৈশ্বিক স্পিকার হিসেবে ভার্চুয়াল এ সেশনটিতে যুক্ত হন দ্য পারসোনাল মার্কেটিং কোম্পানির প্রেসিডেন্ট ও চিফ ইনোভেশন অফিসার কাইল ব্যাক। তিনি বিএইচ ইমপোর্টের সহ-প্রতিষ্ঠাতাও। পরে বাংলায় সেশনটির মূল আলোচনা উই গ্রুপে করেন উইর অন্যতম উপদেষ্টা জাহানুর কবির সাকিব।

মাস্টারক্লাসে প্রধান অতিথি হিসেবে যুক্ত হোন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আরা বেগম, এনডিসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'উইর এই ধরনের উদ্যোগ আমাকেও অনুপ্রাণিত করেছে। উইর যেকোনো উদ্যোগের সঙ্গে থাকবার প্রত্যয় ব্যক্ত করছি।আমাদের সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।'

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিল্কক গ্লোবালের ফাউন্ডার অ্যান্ড সিইও সৌম্য বসু, সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, আইসিটি ডিভিশনের এলআইসিটি প্রজেক্টের পলিসি অ্যাডভাইজর সামী আহমেদ, উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

মাস্টারক্লাস নিয়ে উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, 'আমি অনেক আনন্দিত রপ্তানী বিষয়ক এই মাস্টারক্লাসটি নিয়ে। আমাদের এই আয়োজন নারী উদ্যোক্তাদের যদি কাজে আসে, তবেই আমাদের স্বার্থকতা।'