উদ্যোক্তা/ই-কমার্স

ধানমন্ডিতে ই-ক্যাবের মিটআপ

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উদ্যোগে ধানমন্ডিতে মিটআপ হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দুুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মিটআপে অংশগ্রহণ করেন দেড় শতাধিক ই-কমার্স উদ্যোক্তা।

দুপুরে পরিচয়পর্বের মাধ্যমে শুরু হয় এই মিটআপ অনুষ্ঠান। এরপর দেশের ই-কমার্স সেক্টরের বিভিন্ন তথ্য ও দেশের অর্থনীতিতে ই-কমার্স খাতের অবদান বিষয়ে আলোচনা করেন ই-ক্যাব ইসি কমিটির সদস্যরা। করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে ই-ক্যাবের বিভিন্ন উদ্যোগ-মানবসেবা ডটকম, ডিজিটাল হাট, ই-জিনিয়াস ইত্যাদির সফলতার গল্প তুলে ধরেন তারা। লাঞ্চের পর নেটওয়ার্কিং সেশন ও ম্যাজিক শো প্রদর্শিত হয়। রাফেল ড্র লটারির মাধ্যমে পর্দা নামে এ আয়োজনের।

ই-ক্যাবের মেম্বার্স ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটি এই মিটআপ আয়োজন করে। মেম্বার্স ওয়েলফেয়ার স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান রাকিব হাসান বলেন, 'ই-কমার্স উদ্যোক্তারা এ ধরনের মিটআপের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। এখন থেকে নিয়মিতই ঢাকা ও সারাদেশে মিটাপ এবং আড্ডা আয়োজন করবে ই-ক্যাব।'