উদ্যোক্তা/ই-কমার্স

ঐতিহ্য হস্তশিল্পেই পরিচিতি উদ্যোক্তা আমিনার

আমিরজাদী আমিনা খাতুনের জন্ম ও বেড়ে ওঠা টাঙ্গাইলের ভুয়াপুর গ্রামে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করেছেন। এরপর এলএলবি পড়েছেন তিনি। আমিনা এখন ই-কমার্স উদ্যোক্তা। তবে, তার ব্যবসার শুরুটা ছিল অফলাইনে ও বিভিন্ন উদ্যোক্তামেলার মাধ্যমে।

বর্তমানে আমিরজাদী আমিনা তার দুটি ফেসবুক পেজ ‘ঐতিহ্য হস্তশিল্প’ এবং ‘ঐতিহ্য হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র’র মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রি করছেন। তার পণ্যের মধ্যে আছে হ্যান্ড এমব্রয়ডারি, ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্টের সব ধরনের পোশাক ও গৃহসজ্জার পণ্য, কুশিপণ্য, বেবি নকশি কাঁথা এবং পাটজাত পণ্য।

নিজের ব্যবসার বিষয়ে আমিরজাদী আমিনা খাতুন বলেন, ‘মজার একটা ব্যাপার হলো—মাধ্যমিক পর্যন্ত আমি কখনো সেলাই বা হস্তশিল্পের কোনো কাজ করিনি। এককথায় এমন কাজ পছন্দই করতাম না। মোটামুটি ভালো ছাত্রী ছিলাম। পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েই মাতামাতি ছিল। সেলাইয়ের কাজটা গুরুত্বপূর্ণ কিছু ছিল না আমার কাছে। আব্বা যখন টাঙ্গাইলে বদলি হয়ে আসেন, তখন আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। ওই সময়টায় আমি ইসলামি বই এবং সেলাইয়ের দিকে আগ্রহী হই। দেখলাম, একবার দেখলেই আমি খুব ভালোভাবে পারছি। এ কাজটাই পরবর্তীতে আমাকে উদ্যোক্তা তৈরি করেছে। শুরুটা প্রয়োজনে ছিল, নিজে কিছু করব, সেই আশায়। কারণ, আমি যখন অনার্স ভর্তি হই, তখন আব্বা চাকরি থেকে অবসরে যান। প্রয়োজন এবং নিজের পরিচয় তৈরির জন্যই আমার উদ্যোক্তা হতে আসা।‘

তিনি আরও বলেন, ‘আমি ব্যবসা শুরু করেছিলাম ২০০৯ সালে। বাড়ি থেকেই কাজ করতাম। ব্যবসাটা নিজ এলাকা ও পরিচিতদের মাঝেই বিস্তৃত ছিল। এছাড়া, স্থানীয় মেলাগুলোতে নিয়মিত অংশগ্রহণ ছিল। পরবর্তীতে ২০২১সালে ফেসবুক গ্রুপ উইর (উইমেন অ্যান্ড ই- কমার্স) মাধ্যমে অনলাইনে ব্যবসা শুরু করি।’

‘ই-কমার্স ব্যবসায় টিকে থাকার মূল ভিত্তি হলো—যা নিয়ে কাজ করছি, সেই বিষয়ে পড়াশোনা করা। এদিক থেকে পণ্যের কন্টেন্ট লিখতে শ্রদ্ধেয় রাজীব স্যারের রিডিং সিলেবাস আমার রিডিং, রাইটিং ও স্পিকিং সবটাতেই পরিপক্ক হতে সাহায্য করছে। আরিফা মডেলের মাধ্যমে দেশীয় পণ্য নিয়ে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে।’

ব্যবসা করতে এসে বার বার বাধাগ্রস্ত হয়েও থেমে যাননি আমিনা। ভবিষ্যতে তিনি সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক হতে চান। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চান আমিনা। সেজন‌্য ই-কমার্সকে প্রাধান্য দিচ্ছেন আমিনা।

 

লেখক: স্বত্বাধিকারী: আরওয়া এবং টাঙ্গাইল জেলা কন্ট্রিবিউটর লেখক: উদ্যোক্তা/ই-কমার্স পাতা, রাইজিংবিডি ডটকম