উদ্যোক্তা/ই-কমার্স

অনলাইনে দেশি শালের ওয়েভে ফেসবুক লাইভ

যে কোন পণ্যের প্রচারে আমরা বিভিন্নভাবে মার্কেটিং করে থাকি। এক্ষেত্রে পণ্যটি বিপণনের থেকেও এর নাম বা ব্র্যান্ডিং প্রাধান্য পায় বেশি। সম্প্রতি ই-কমার্স এবং দেশীয় পণ্যের ব্যাপক প্রসারে উদ্যোক্তাদের দেখা যায় তাদের পণ্য নিয়ে বিভিন্ন আয়োজন।

তার মধ্যে বিভিন্ন পণ্যের ওয়েভ এবং ইভেন্ট উল্লেখযোগ্য। যা অনলাইন এবং অফলাইন দুইভাবেই হতে পারে। কিন্তু পণ্যের এমন ওয়েভ নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ধারণা কাজ করে।  যার ফলে দেশি পণ্যের প্রচারে আমরা এখন  আশানুরূপ ফল দেখতে পাচ্ছি। ওয়েভ মানে শুধুই কি পণ্যের ক্রয়-বিক্রয়? এবারের শীতে দেশীয় শালের ওয়েভ নিয়ে রাইজিংবিডির আজকের ফেসবুক লাইভে থাকছে তথ্যবহুল আলোচনা। 

সম্মানিত অতিথি হিসেবে আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন দুজন বিশিষ্ট ই-কমার্স উদ্যোক্তা কাকলী তালুকদার এবং রোখসানা আক্তার পপি।    

রাইজিংবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি সম্প্রচারিত হবে আজ রাত ৯টায় । অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন রাইজিংবিডির উদ্যোক্তা/ই-কমার্স পাতার কো-অর্ডিনেটর মিফতাউল জান্নাতী সিনথিয়া।