পরিবেশ

সাভারে দূষণের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সাভার : হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত ট্যানারি কারখানার মাধ্যমে পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

শনিবার বিকেলে হেমায়েতপুরে অবস্থিত বিসিকের চামড়া শিল্প নগরীর সামনে এই কর্মসূচি পালন করেন ঝাউচর গ্রামের বাসিন্দারা।

 

এ সময় বিক্ষোভকারীরা সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি উল্লেখ করে বলেন, যত্রতত্র চামড়া, শিংসহ অন্যান্য বর্জ্য ফেলে দেওয়ায় দুর্গন্ধে গ্রামগুলোত জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে।

 

তেতুনঝোড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহ আলম নামমাত্র বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়েছে অভিযোগ করে বলেন, বিষাক্ত বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ায় সব মাছ মারা যাচ্ছে এবং পার্শবর্তী জমিগুলো ফসল ফলানোর অযোগ্য হয়ে পড়ছে।

 

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী অবিলম্বে পরিবেশের  ভারসাম্য রক্ষায় চামড়া শিল্প নগরী কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

   

রাইজিংবিডি/১২ নভেম্বর ২০১৬/সাফিউল ইসলাম সাকিব/কেয়া/রিশিত