পরিবেশ

‘পরিবেশ বির্পযয় রোধে একসঙ্গে কাজ করতে হবে’

অর্থনৈতিক প্রতিবেদক : বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিশ্বের বড় বড় দেশগুলো, যারা অর্থনীতিতে সমৃদ্ধ তারা পরিবেশ বির্পযয় কমাতে কোনো প্রদক্ষেপ নিচ্ছে না। এর জন্য আমাদের মত ছোট দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আমাদের সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পরিবেশ বির্পযয় রোধে একসঙ্গে কাজ করতে হবে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরিবেশ বির্পযয় নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে ৯৩ শতাংশ পানি ধরে রাখছে ভারত, চীন ও নেপাল।  মাত্র ৭ শতাংশ পানি পাচ্ছে বাংলাদেশ। এই দেশগুলোতে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন তারা তাদের পানি আমাদের দেশে নিষ্কাশন করে, যার ফলে প্রতি বছর এই দেশে অমৌসুমী বন্যা হচ্ছে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্ক চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলমসহ আরো অনেকে। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৮/নাসির/শাহেদ