পরিবেশ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে ‘ফণি’

রাইজিংবিডি ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ফণি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার গতিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় আঘাত হেনেছে। এটি আজ সকাল ৬টার দিকে সাতক্ষীরা, যশোর ও খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ। বাংলাদেশে ঢোকার পর ফণি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৯/এনএ