পরিবেশ

তাপমাত্রা আরো বাড়তে পারে

সারাদেশের তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙা ও বরিশাল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হচ্ছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্ভাবাসেও বলা হয়েছে, তাপমাত্রা আরো বাড়তে পারে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়ে তেতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

ঢাকা/নূর/সনি