পরিবেশ

কেমন আবহাওয়া থাকবে ঈদের সকালে?

করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনেকটাই সংকুচিত। ফলে অন্যান্যবারের মতো ঈদগাহের খোলা মাঠে হবে না নামাজ। কোলাকুলিতেও রয়েছে নিষেধাজ্ঞা।

এরমধ্যে ঘুর্ণিঝড় আম্ফান লণ্ডভণ্ড করে দিয়েছে দেশের উপকূলীয় এলাকাসহ কয়েকটি জেলা। ফলে ঈদের আমেজ অনেকটাই ফিকে হয়ে গেছে।

প্রলয়ঙ্করী ঘড়ের পর তাই এখন অনেকের প্রশ্ন ঈদের দিনের সকালের আবহাওয়া কেমন থাকবে। রৌদ্রজ্জ্বল নাকি বৃষ্টিভেজা?

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘুর্ণিঝড় আম্ফান চলে যাওয়ায় এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। ফলে ঈদের দিন সকালে ঢাকায় স্বাভাবিকভাবেই রোদ থাকবে। ওইদিন ঢাকায় ৩৪ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।’

তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভবনা নেই। তবে উত্তরে অর্থাৎ রংপুর অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে।’

উল্লেখ্য, সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৩ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ‘শনিবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ হবে। সোমবার (২৫ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

 

ঢাকা/নূর/সনি