পরিবেশ

বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি

রাজধানীর বিভিন্ন স্থানে রোববার (১ নভেম্বর) সন্ধ‌্যায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে, অফিসফেরত মানুষজন বিপাকে পড়েছেন। বৃষ্টি থামতেই অনেক মানুষ রাস্তায় নেমে আসায় যানজট সৃষ্টি হয়েছে অধিকাংশ সড়কে।

রাজধানীর মিরপুর, রামপুরা, বাড্ডা, শ্যামলী, ধানমন্ডি, ফার্মগেট এলাকায় দেখা গেছে যানজটের কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন ঘরমুখী মানুষরা। কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিজয় সরণিতে ঢোকার মুখে উভয় পাশের সড়কে তীব্র যানজট দেখা গেছে। ফার্মগেট থেকে বিজয় সরণি ও মহাখালী থেকে ফার্মগেট যাওয়ার পথেও গণপরিবহনগুলোকে ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিছু সড়কে গণপরিবহন ও রিকশা না থাকায় হাঁটুপানি পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন অনেকে। জলাবদ্ধতার কারণে মিরপুর রোড, শ্যামলী, মিরপুর ১০ নম্বর, ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় যানজট দেখা গেছে।