পরিবেশ

স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী

কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। 

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে শুরু হয় ধূলিঝড় ও তারপর শুরু হয়েছে বৃষ্টি। যা এখনও অব্যাহত রয়েছে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে গত কয়েকদিন ধরে রাজধানীরসহ দেশের বিভিন্ন স্থানে গরম বেড়েছে।

তিনি বলেন, ‘আজ ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

তাপমাত্রা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

শুক্রবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।