ফাগুনের মলাট

হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের দুই বই

বিনোদন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-এ প্রকাশিত হচ্ছে দুটি বই। বই দুটি লিখেছেন তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ‘নদীর নামটি ময়ূরাক্ষী’ শিরোনামে বইটি প্রকাশিত হয়েছে কাকলী প্রকাশনী থেকে। এ প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘নদীর নামটি ময়ূরাক্ষী বইটির উপজীব্য বিষয় হুমায়ূন আহমেদের অসংখ্য জনপ্রিয় গান লেখার পেছনের গল্প। এটি পাওয়া যাচ্ছে কাকলী প্রকাশনীতে।’ এছাড়া ‘কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের চিত্রনাট্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে অন্য বইটি। এটি এখনো প্রকাশিত হয়নি। খুব শিগগিরই বইটি মেলায় পাওয়া যাবে। এ বইটি প্রতীক প্রকাশনী বাজারে নিয়ে আসছে বলেও জানান তিনি। রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/রাহাত/শান্ত