ফাগুনের মলাট

শারমিনুর নাহারের গল্পগ্রন্থ ‘গতকালের রৌদ্রে’

সাংস্কৃতিক প্রতিবেদক : বইমেলায় এসেছে তরুণ লেখক শারমিনুর নাহারের গল্পগ্রন্থ ‘গতকালের রৌদ্রে’। বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। সোহরাওয়ার্দী উদ্যানে ১৬১ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ৪৮ পৃষ্ঠার বইটিতে আটটি গল্প আছে। দাম ১০০ টাকা। গল্পকার শারমিনুর নাহার বলেন, ‘নাগরিক জীবনের বিভিন্ন সঙ্কট, টানাপোড়েন এবং অভিজ্ঞতা নিয়ে গল্পগুলো লেখা। পাঠকদেরকে তাদের চেনা জগতের ভেতরেই নতুন প্রশ্নের মুখোমুখি করাবে বইটি।’ উল্লেখ্য, শারমিনুর নাহার জন্মগ্রহণ করেছেন বগুড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং এমফিল শেষে বর্তমানে সাংবাদিকতা করছেন। রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৭/অহ/রফিক