ফাগুনের মলাট

১২তম দিনে নতুন বই ৯৬, মোড়ক উন্মোচন ৩১

নিজস্ব প্রতিবেদক : ‍অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ এর ১২তম দিনে (রোববার) নতুন বই এসেছে ৯৬টি। এর মধ্যে ৩১টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমির তথ্যমতে, মুক্তধারা প্রকাশনী এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘একাত্তরের যুদ্ধ ও জাতীয়তাবাদের পরীক্ষা’, দ্বীপজ পাবলিকেশন্স এনেছে হাজেরা বেগমের ‘যদি চাও ভালোবাসা’, দেশ পাবলিকেশন্স এনেছে পিনাকি দাশগুপ্তের ‘শরণার্থী ক্যাম্পের দিনগুলো’, রয়েল পাবলিশার্স এনেছে কবি নাসির আহমেদের ‘কবিতা সমগ্র-১’, সময় এনেছে আবুল বাসারের ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’। সৃষ্টি প্রকাশনী এনেছে তপন বাগচীর ‘মেঘের ভেলা ছায়ার খেলা’, রয়েল পাবলিকেশন্স এনেছে সোহরাব পাশার ‘ভালোবাসা দাঁড়িয়ে থাকে না’, নন্দিতা প্রকাশ এনেছে কানিজ ফাতেমা খুশির ‘চলো বদলে যাই’, পলাশ আহমেদের ‘স্বপ্ন নীল সন্ধ্যা’, গ্রাফোসম্যান পাবলিকেশন্স এনেছে মাহমুদা খানমের ‘অনিন্দ্য অন্তর’, অন্যধারা এনেছে রেজাউদ্দিন স্টালিনের ‘অবুঝ জাদুঘর’। কবি প্রকাশনী এনেছে দীপিকা ঘোষের ‘নির্বাচিত গল্প’, মুক্তচিন্তা এনেছে নাসরিন সিমির ‘জলের ভেতর লুকোচুরি’, পারিজাত প্রকাশনী এনেছে সোনিয়া হকের ‘অনন্ত নিদ্রা’, পুঁথিনিলয় এনেছে মাজেদুল নয়নের ‘উইথআউট বর্ডার’, অনন্যা এনেছে গোলাম মাওলা রণির ‘অগ্নি থেকে তেল ভানু মতির খেল’। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/সাইফ