ফাগুনের মলাট

বইমেলায় ‘ঢাকা টু স্টোকহোল্ম’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে মুহিবুল ইজদানী খান ডাবলুর গ্রন্থ ‘ঢাকা টু স্টোকহোল্ম’। গ্রন্থটি প্রকাশ করেছে সমগ্র প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন মাহবুব হাসান। দাম ৩৫০ টাকা। গ্রন্থটি সম্পর্কে মুহিবুল ইজদানী খান ডাবলু জানান, এটি তার প্রথম গ্রন্থ। এই বইটিতে প্রবাস জীবনের নানা ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে কাঁচা মাটির সোদা গন্ধমাখা ভিন্ন এক স্বাদ। যা সহজ, প্রাঞ্জল। স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক নানা অজানা তথ্যের সন্ধান পাওয়া যাবে বইটিতে। তিনি জানান, ১৯৭৭ সালে সময় ও জীবনের বাস্তবতায় তিনি সুইডেন চলে যান। শূন্যহাতে সুইডেন গিয়ে আজ সে দেশেরই মূলধারার রাজনীতির একজন সফল রাজনীতিবিদ। ইতিহাসের প্রয়োজনে তিনি কলম ধরেছেন। এ ছাড়া আগামী দিনে যারা প্রবাসে যেতে চান তাদের জন্য বইটি দারুণ সহায়ক হবে। মুহিবুল ইজদানী খান ডাবলু বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ রাজনীতিবিদ। বাংলাদেশে থাকাকালীন ছাত্রলীগের রাজনীতে সক্রিয় ছিলেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বর্তমানে সইডেনে মূলধারার রাজনীতিতে সক্রিয়। স্টকহোল্ম কাউন্টি কাউন্সিলে একজন নির্বাচিত কাউন্সিলর। তিনি ৪০ বছর ধরে সুইডেনে সপরিবারে বসবাস করছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ