ফাগুনের মলাট

বইমেলায় অঞ্জন মজুমদারের সুকুমারী

ছাইফুল ইসলাম মাছুম : অমর একুশে বইমেলায় দ্যু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে অঞ্জন মজুমদারের প্রথম কবিতার বই সুকুমারী। বইটিতে দেশপ্রেম, বিপ্লব-বিদ্রোহ, সমাজের নানা  অসংগতির চিত্র ফুটে উঠেছে। সুকুমারীতে ছোট-বড় মোট চুয়াল্লিশটি কবিতা রয়েছে। তার মধ্যে সুকুমারী, সংশপ্তক, নতুন দিনের স্বপ্নরাজ্য, মানুষের মুক্তি, মধ্যবিত্ত, লড়াই, লুণ্ঠন, প্রভৃতি কবিতা। যেখানে প্রেম-প্রীতি, ভালোলাগা-ভালোবাসা, লড়াই-সংগ্রাম ও জীবনবোধের নানা প্রসঙ্গ এসেছে। কাব্যের ঝংকার বা সাহিত্যের দিকটি সেভাবে প্রস্ফুটিত নাহলেও মানুষের চিরায়িত আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার কবি আন্তরিকভাবে প্রমাণ করেছেন। তা ছাড়া ফালতু কবিতা, কাকের মন ভালো নেই, কেউ বেশি কেউ কম, বক ধার্মিক, হাসতে হবে, নকল টাকা প্রভৃতি কবিতা হাস্যরসাত্মক মনে হলেও সেখানে গুরুভাব অনুপস্থিত নয়। কবি অঞ্জন মজুমদারের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। পেশাগত জীবনে একজন কৃষি বিজ্ঞানী। পেশাগত কাণে তিনি সারাদেশ ঘুরে বেড়ান। প্রান্তিক জনপদের মানুষকে দেখেন খুব কাছ থেকে। প্রান্তিক মানুষের যাপিত জীবন, প্রকৃতির বিষয়গুলো কবিতায় তুলে ধরেন। কবি অঞ্জন মজুমদার রাইজিংবিডিকে জানান, মোবাইল ফেসবুকিং এর মধ্য দিয়ে কবিতা লেখা শুরু। পরে ডেস্কটপে। এখন ছাপার অক্ষরে বইমেলায়। প্রকাশক হাসান তারেক বলেন, সুকুমারী কাব্যগ্রন্থে কবিতা প্রেমিকেরা কিছু নতুন স্বাদের কবিতা পাবেন। নবীন কবি হিসাবে তার কবিতা লেখার প্রয়াস অসাধারণ নান্দনিক। আশা করি পাঠক মহলে গ্রন্থটি বেশ সমাদৃত হবে। ৬৪ পৃষ্ঠার কবিতার বইটির দাম ১০০ টাকা। সুকুমারী পাওয়া যাবে গ্রন্থমেলার জাতীয় সাহিত্য প্রকাশনীতে। রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৭/মাছুম/সাইফ