ফাগুনের মলাট

রাসেল রায়হানের কাব্যগ্রন্থ \`বিব্রত ময়ূর\`

ঝুমকি বসু : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছে রাসেল রায়হানের কবিতার বই ‘বিব্রত ময়ূর’। বইটি প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। যার মূল্য ধরা হয়েছে ১২০ টাকা। রাসেল রায়হানের কবিতা সহজ-সাবলীল, অনেকটা নিরীহ বাক্যের মতো। তবে কাব্যভাষা নিছক সাদামাটা নয়, অপার রহস্যে টলমল। আমাদের চেনা চৌহদ্দিতে যে অচেনা জগৎ, আছে তারও দিশা। পরতে পরতে উপলব্ধি হয়, এ কবিতা আজকের পৃথিবীর গল্পই বলছে। গ্রন্থকারে আসার আগে এই বইয়ের পাণ্ডুলিপি ‘জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫’-তে ভূষিত হয়েছে। কবির জন্ম বাগেরহাটে, ১৯৮৮ সালের ৬ ডিসেম্বর। তিনি ঢাকা কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রকাশিত অন্য কাব্যগ্রন্থ ‘সুখী ধনুর্বিদ’।

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ/ইভা