ফাগুনের মলাট

সৈয়দ মনজুরুল ইসলামের ‘বিচিত্র স্বাদের গল্প’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের গ্রন্থ ‘বিচিত্র স্বাদের গল্প’। বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। এটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম ২৫০ টাকা। আমাদের সবকিছুতেই ভাব, সবকিছুতেই গাম্ভীর্য, লেখালেখির ব্যাপারেও একই কথা। ফলত আমদের সাহিত্যে হাস্যরসের জোগান নেই, কিংবা নেই রঙ্গতামাসার প্রবাহ। এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম সৈয়দ মনজুরুল ইসলাম। একজন সচেতন কথাশিল্পী হিসেবে সমাজের অনেত অসঙ্গতি তার চোখে পড়ে। হাস্যরসের শরে বিঁধে সেই উপাখ্যানগুলোকে তিনি মেলে ধরেন আমাদের সামনে। একদিকে রস অন্যদিকে শর। আক্রমণ শানতে এ দুটোই তার হাতিয়ার হয়ে ওঠে। সৈয়দ মনজুরুল ইসলামের এ রকমই কিছু গল্প নিয়ে গ্রন্থ ‘বিচিত্র স্বাদের গল্প।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন