ফাগুনের মলাট

গ্রন্থমেলায় অঞ্জন মজুমদারের ইচ্ছেনদী

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি অঞ্জন মজুমদারের কাব্যগ্রন্থ ‘ইচ্ছেনদী’। বইটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। গ্রন্থে ৬৪টি কবিতা রয়েছে। বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার একাডেমি অংশের দ্যু প্রকাশনের ৩৮ নম্বর স্টলে। বই সম্পর্কে কবি অঞ্জন মজুমদার বলেন, ‘বইটি মূলত প্রকৃতিকে নিয়ে। প্রকৃতি এবং নগরায়নের প্রভাবে গ্রামের মানুষ শহুরে হয়ে যাচ্ছে। তবে প্রাকৃতিক পরিবর্তন হলেও মানুষ মূলেই রয়ে গেছে। গ্রাম্য ছেলে শহরে আসলেও মানুষ আগের মতো রয়ে গেছে। এসব বিষয় আমি আমার কবিতায় তুলে আনার চেষ্টা করেছি।’ বইয়ে কিছু প্রেমরসের কবিতাও রয়েছে, তবে প্রকৃতিকে নিয়ে লেখা কবিতাই বেশি বলে জানান অঞ্জন মজুমদার। কবি অঞ্জন মজুমদার পেশায় কৃষিবিদ। তিনি বিভিন্ন পোল্ট্রি ফার্মে কনসালটেন্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি অবসরে কবিতা লেখেন। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/নূর/সাইফুল