ফাগুনের মলাট

বইমেলায় ‘জাদুর পাহাড়’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফায়জুস সালেহীনের গ্রন্থ ‘জাদুর পাহাড়’। সম্পূর্ণ রঙিন এই বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ। ভেতরে অলঙ্করণ করেছেন ঢালী তমাল। মজার এই বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায়, নির্ণায়কের স্টলে। বইটি সম্পর্কে লেখক ফায়জুস সালেহীন জানান, অলৌকিক বাহন ফিটোয় চড়ে রিমি আর রাজু চলে যায় অজানা এক রহস্যপুরীতে। সেখানে দেখা পায় জ্ঞান ও সৌন্দর্যের দেবী মিনার্ভার। মিনার্ভা বন্ধু হয়ে যান ওদের। গ্রিক পুরাণের এই দেবী ওদের নিয়ে যান আদিম মানুষের জগতে। সেখান থেকে সোজা অলিম্পাস পাহাড়চূড়ায়, দেবালয়ে। স্বাগত জানান অপরূপা ভিনাস। এরপরই শুরু হয়ে যায় এক অভাবিত রোমাঞ্চকর অভিযান। টানটান উত্তেজনা। পদে পদে শিহরণ, বিস্ময় আর আনন্দ। এসব নিয়ে বইটি রচিত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/ইভা