ফাগুনের মলাট

বইমেলায় আনোয়ার কবিরের ‘হাওয়ার বইঠা’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে আনোয়ার কবিরের কাব্যগ্রন্থ ‘হাওয়ার বইঠা’। বইটি প্রকাশ করেছে প্রকৃতি প্রকাশন। এটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ  কারিগর। দাম ১২০ টাকা। আনোয়ার কবির তরুণ কবি। মানুষ, সমাজ, ইতিহাস, রাজনীতি ও ভালোমন্দ তার কবিতার বিষয়। সংবেদনশীল মন নিয়ে তিনি সরল ভাষায় তুলে এনেছেন চলমান জীবনের নানা ঘটনা। আবেগময় ভাষায় প্রকাশ করেছেন তার অনুভূতি। বইটি সম্পর্কে লেখক আনোয়ার কবির বলেন, ‘হাওয়ার বইঠা এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এ গ্রন্থে প্রকৃতি, প্রেম, দ্রোহসহ নানা অনুসঙ্গ রয়েছে।’ আনোয়ার কবির বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত ক্রীড়া ধারাভাষ্যকার। নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে চলেছেন অনবরত। তার লেখা শতাধিক গান রয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ