ফাগুনের মলাট

বইমেলায় ‘কাটাপড়া মানুষ’

ছাইফুল ইসলাম মাছুম : অমর একুশে বইমেলায় আশ্রয় প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে কবি মজিদ মাহমুদের কাব্যগ্রন্থ ‘কাটাপড়া মানুষ’। মজিদ মাহমুদের কবিতা মানে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হওয়া। মানব জীবনের গহন-গহিন চেতনা, জড় ও জীব লোকের সম্পর্ক তার কবিতায় নতুন রুপে মূর্ত। খণ্ড কবিতার যুগেও একটি সামগ্রিক ধারণা ও বিষয়গত ধারণা তার কবিতায় পাওয়া যায়। আপাত সরলতার মধ্যেও তার কবিতা গভীর চোরা বালিতে পাঠককে আটকে ফেলে, চিন্তার অবসর দেয়। তিনি সকল পরিচিত জগতকে নতুন করে ব্যাখা করেন। অপরিচিত জগতকে চিরচেনা পরিবেশে অন্তর্ভুক্ত করেন। তার প্রতিটি কবিতার বিষয় ও আঙ্গিক ভিন্নতা পেয়েছে। আমাদের যাপিত সময়, রাজনীতি দ্বন্দ্ব, বৈষম্য, বন্টন ও মানবিক সম্পর্ক এ গ্রন্থে ঠাঁই পেয়েছে। ৬৪ পৃষ্ঠার কাটাপড়া মানুষ কাব্যগ্রন্থটিতে কবিতা রয়েছে ৪৪টি। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। কবি মজিদ মাহমুদ জন্মেছেন পাবনা জেলায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩৫টি। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/ফিরোজ/সাইফ