ফাগুনের মলাট

বইমেলায় ‘বিরান পথের কাশবন’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে জেবুননাহার জনির কাব্যগ্রন্থ ‘বিরান পথের কাশবন’। বইটি প্রকাশ করেছে ভাষাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ১২০ টাকা। বিরান পথের কাশবন গ্রন্থটি সম্পর্কে জেবুননাহার জনি জানান, এটি তার দ্বিতীয় গ্রন্থ হলেও প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে দ্রোহ, প্রকৃতি, প্রেম নানা বিষয় চিত্রায়িত করা হয়েছে। কবিতার ভূবনে অতি অল্প বয়স থেকেই জেবুননাহার জনির বিচরণ। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন তিনি। লেখালেখির ১০ বছর অতিক্রম করার পরে ২০০৭ সালে রিদম প্রকাশনা সংস্থা থেকে তার গদ্যের বই বের হয় ‘মেঘলা রাতের চাঁদ’। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন