ফাগুনের মলাট

দীপংকর গৌতমের নতুন বই ‘নিরন্তরের পথিক’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে দীপংকর গৌতমের নতুন বই ‘নিরন্তরের পথিক’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অনার্য (সোহরাওয়ার্দী উদ্যানে ১৮৩-৮৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে)। বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী। দাম ২০০ টাকা। বইটি সম্পর্কে দীপংকর গৌতম জানান, বইটি একটি প্রবন্ধ গ্রন্থ। ছাত্রজীবন থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত, দর্শন চর্চা সঙ্গে সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করার কারণে বেশ কয়েকজন লেখক সাংবাদিকের ওপর একটা ভালোবাসা জন্মে যায়। এরা সবই এক ধরনের বাউল জীবনযাপন করেছেন। সংসারে থেকেও ছিলেন অসংসারি। এসব ত্যাগী মানুষদের সাহিত্যকর্মও দেখার দৃষ্টিটা ভিন্ন। তাদের সাহিত্য নিয়ে বিভিন্ন সময় লেখা হয়েছে ( এর অধিকাংশ লেখা রাইজিংবিডিতে প্রকাশিত হয়েছে) । এসব লেখকদের তালিকায় কথাসাহিত্যিক, কবি, নাট্যকার, সাংবাদিক সবই রয়েছে। যেমন- রণেশ দাশগুপ্ত,  সন্তোষগুপ্ত, নির্মল সেন এরা সাংবাদিক আবার বরেণ্য সাহিত্যিকও। সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার প্রাবন্ধিক। সেলিম আল দীন নাট্যকার। কায়েস আহমেদ, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায় কথাশিল্পী, আবুল হাসান কবি, সরদার ফজলুল করিম একজন দার্শনিক এদের লেখা নিয়ে বইটি। এর মধ্যে স্মৃতিচারণ রয়েছে, একই সঙ্গে রয়েছে সাহিত্য আলোচনাও। নিরন্তর ভালোলাগার কথা বলতে চেষ্টা করেছি নিরন্তরের পথিকে। দীপংকর গৌতম কবি, প্রাবন্ধিক, গবেষক। জন্ম ৮ আষাঢ় ১৩৭৮ (১৯৭১); কোটালীপাড়া, গোপালগঞ্জ। ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে কর্মরত তিনি। দেশ-বিদেশের বিভিন্ন কাগজে লিখে যাচ্ছেন নিয়মিত। কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গবেষণাসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি। রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ