ফাগুনের মলাট

মেলায় কবরীর ‘স্মৃতিটুকু থাক’

নিজস্ব প্রতিবেদক : সারাহ বেগম কবরী অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ করেছেন তার লেখা বই ‘স্মৃতিটুকু থাক’। কবরীর বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। এটি প্রকাশ করেছে বিপিএল প্রকাশনী। এটি আত্মজীবনীমূলক বই। বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন তার। চলচ্চিত্র ও রাজনৈতিক জীবনে পেয়েছেন সাফল্য। ব্যক্তি ও পারিবারিক জীবনেও রয়েছে বিপুল ঘটনা, অভিজ্ঞতা। তা নিয়েই লেখা বইটি। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া কবরী অভিনীত ‘স্মৃতিটুকু থাক’ ছবিটি মুক্তি পায়। সেখান থেকেই তিনি বইটির নাম নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে কবরী বলেন, আমার জীবনের অজানা কিছু কথা লিখেছি। এটা চারভাগের একভাগ। বইটি পড়ে একজন পাঠকও যদি উপকৃত হন তবে আমার সার্থকতা। সত্যি বলতে, বই লিখতে বসে আমি কোনো কিছু আড়াল রাখিনি।

       

রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/সাওন/মুশফিক