ফাগুনের মলাট

পিডিএফ বন্ধে ই-বুকের বিকল্প নেই : শাওন

ছাইফুল ইসলাম মাছুম : অমর একুশে গ্রন্থমেলার ২৭তম দিনে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ২০টি বইয়ের ই-বুক ভার্সন প্রকাশ করেছে `বইঘর’।

 

পাশাপাশি তরুণ কথাশিল্পী অনার্য মুর্শিদের গল্পগ্রন্থ ‘জলের ডানায় পাখির বাড়ি’র ই-বুক ভার্সন প্রকাশ করা হয়। ই-বুক ভার্সন প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মেহের আফরোজ শাওন।

 

হুমায়ূন আহমেদের ই-বুক ভার্সনে প্রকাশতি ২০টি বইয়ের মধ্য উল্লেখযোগ্য তোমাদের এ নগরে, হিমুর রুপালি রাত্রি, আঙুল কাটা জগলু, কাঠপেন্সিল, আমিই মিসির আলি  প্রভৃতি।

 

প্রকাশনা অনুষ্ঠানে মেহের আফরোজ শাওন বলেন, বাজারে যে পরিমাণ অবৈধ  পিডিএফ বইয়ের ছড়াছড়ি তাতে শুধু পাঠকই নষ্ট হচ্ছে না, প্রকাশনাশিল্পও হুমকির মুখে পড়ছে। পিডিএফ বই বন্ধ করতে ই-বুকের বিকল্প নেই। আশা করছি ‘বইঘর’ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

‘জলের ডানায় পাখির বাড়ি’ সম্পর্কে কথাশিল্পী অনার্য মুর্শিদ বলেন, বইটি কিশোর ভাষায় রচিত হলেও এর বিষয়বস্তু সব পাঠকের। এক ডজন গল্প আছে। ইতিহাস ও পুরানকে পুনর্কথন করাই ছিল এ গ্রন্থের বিষয়। মৌলিক গল্পগুলোতে নীতি-নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বইটির প্রিন্ট ভার্সন প্রকাশ করেছে দ্যু প্রকাশন।

 

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার  শহীদুল্লাহ ফরায়েজী, ইবি সল্যুশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফ জাই এবং বইঘরের পরিচালক এনামুল হক।

 

অনুষ্ঠান শেষে মেহের আফরোজ শাওন ও কথাশিল্পী অনার্য মুর্শিদের হাতে বইঘরের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

   

রাইজিংবিডি/ঢাকা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/মাছুম/সাইফ