ফাগুনের মলাট

সব্যসাচী হাজরার নতুন বইয়ের মোড়ক উন্মোচন

সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শিল্পী সব্যসাচী হাজরার শিশুতোষ চিত্রকলার বই ‘রঙ তুলিতে ছোপছোপ’। শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বইটির মোড়ক উন্মোচন করেছেন নন্দিত শিল্পী হাশেম খান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীব, সংবেদ প্রকাশনীর স্বত্বাধিকারী পারভেজ হোসেনসহ আরো অনেকে। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ। সোহরাওয়ার্দী উদ্যানে কথা প্রকাশের ৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। দাম রাখা হয়েছে ৫০০ টাকা। বইটি সম্পর্কে শিল্পী হাশেম খান বলেন, ‘শিশুদের আঁকা শেখানোর থেকে তাদেরকে নিজের মতো করে আঁকতে দেওয়া উচিত। তাদের জন্য যেটা করা যায় তা হলো নতুন নতুন চিন্তার দ্বার উন্মুক্ত করে দেওয়া। সব্যসাচী হাজরা সেই কাজটিই করেছেন। আমার বিশ্বাস এই বইটি অংকনের প্রতি শিশুদের সাহায্য করবে এবং আগ্রহীও করে তুলবে।’ প্রসঙ্গত, এর আগে শিশুদের অংকনের প্রাথমিক শিক্ষাবিষয়ক সব্যসাচী হাজরা রচিত ‘চিত্রলিপি’ শিরোনামের বইটি বেশ আলোচিত হয়েছিল। রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৮/অহ/সাইফুল