ফাগুনের মলাট

বইমেলায় নতুন কাব্যগ্রন্থ ‘প্রেম নিয়ে পাখিরা যা ভাবে’

ডেস্ক রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে কবি ও সাহিত্যের ছোট কাগজ জলধি সম্পাদক নাহিদা আশরাফীর নতুন কাব্যগ্রন্থ ‘প্রেম নিয়ে পাখিরা যা ভাবে’। গ্রন্থটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। দাম রাখা হয়েছে ২৪০ টাকা। গ্রন্থটি সম্পর্কে নাহিদা আশরাফী জানিয়েছেন, গ্রন্থটি সহজ, সরল ভাষায় রচিত। আত্মনিষ্ঠ ভাষা, প্রকাশভঙ্গির মাধুর্য, বিষয় অনুযায়ী ছন্দ নির্বাচন, নিয়ন্ত্রিত মগ্ন উচ্চারণ মনোযোগী পাঠকদের শুধু অবাকই করবে না, এক অনিবর্চনীয় আনন্দের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে নিশ্চিতভাবেই। ‘প্রেম নিয়ে পাখিরা যা ভাবে’ গ্রন্থটি সম্পর্কে ফ্ল্যাপে শুভেচ্ছাপত্র লিখেছেন কবি মৃণাল বসুচৌধুরী। নাহিদা আশরাফী আরো জানান, বইটি কিনলেই পাঠক সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট বক্স। রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ