ফাগুনের মলাট

মোড়ক উন্মোচন হলো ‘একটি গল্পের গল্প’ উপন্যাসের

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক জামশেদ নাজিমের লেখা প্রথম উপন্যাস ‘একটি গল্পে গল্প’- এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশে গ্রন্থ মেলার মোড়ক উন্মোচন মঞ্চে বুধবার বিকেলে উপন্যাসটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সয়ম ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুর ইসলাম, যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, জামশেদ নাজিম উপস্থিত ছিলেন। ‘একটি গল্পের গল্প’শিরোনামে সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসা ও সমাজের নানা দৃষ্টিকোন ফুটিয়ে তুলেছেন লেখক। বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। একটি গল্পের গল্প সম্পর্কে দাঁড়িকমা প্রকাশনীর কর্ণধার আব্দুল হাকিম নাহিদ বলেন, ‘জামশেদ নাজিমের লেখা ‘একটি গল্পের গল্প’ বইটি ভিন্ন স্বাদের। একটা নতুন কিছু। রঘু চরিত্র খুবই মজার, ভয়ের আর আনন্দের।’ রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/শাহনেওয়াজ