ফাগুনের মলাট

শুক্রবার বইমেলায় শিশুপ্রহর ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাংস্কৃতিক প্রতিবেদক : আগামীকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার গ্রন্থমেলার নবম দিনে থাকবে শিশুপ্রহর। বাংলা একাডেমির ঘোষণা অনুসারে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। তবে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শিশুপ্রহর উপলক্ষে আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোররা নির্দিষ্ট বিভাগে অংশ নিতে পারবে। সব শিশু-কিশোরদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত থাকবে। সকাল সাড়ে ৮টায় গ্রন্থমেলার মূল মঞ্চে হবে এই শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে হবে ‘রশীদ উদ্দিন/ উকিল মুন্সী/বারী সিদ্দিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুমন কুমার দাশ। আলোচনায় অংশ নেবেন কামালউদ্দিন কবির এবং সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নূরুল হক। আলোচনা অনুষ্ঠানের পর প্রতিদিনের মতো সন্ধ্যায় মূল মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৮/অহ/রফিক