ফাগুনের মলাট

বইমেলায় আহমেদ শরীফের ক্যারিয়ার বিষয়ক বই

সাহিত্য ডেস্ক : অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হলো ক্যারিয়ার বিষয়ক বই ‘সুন্দর ক্যারিয়ার গড়তে হলে’। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। আহমেদ শরীফের লেখা বইটিতে ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হয়েছে। চাকরি সন্ধানী তরুণ প্রজন্ম বইটি থেকে গাইড লাইন পাবেন। পাশাপাশি নতুন চাকরিরত পেশাজীবীরা কীভাবে অফিসে মানিয়ে চলবেন সেই পরামর্শও বইটিতে রয়েছে। মোট ৫টি বিভাগে লেখক এসব তুলে ধরেছেন। বিভাগগুলো যথাক্রমে চাকরি খোঁজা, জীবন বৃত্তান্ত ও কভার লেটার তৈরি, ইন্টারভিউ, সম্মানী নিয়ে আলোচনা এবং অফিসে করণীয়। পৃথক বিভাগগুলো থেকে জানা যাবে ক্যারিয়ার গড়ার বিস্তারিত। লেখক বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত। কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের ফিচার বিভাগে এ বিষয়ে তিনি দীর্ঘদিন থেকে লেখালেখি করছেন। রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/তারা