ফাগুনের মলাট

‘আর্তনাদ’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে রীনা আকতার তুলির লেখা ‘আর্তনাদ’শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করলেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। বইটিতে তুলে ধরা হয়েছে মিয়ানমারের সেনাদের হাতে নির্যাতিত রোহিঙ্গাদের লোমহর্ষক ঘটনার খণ্ডচিত্র। নির্যাতিত রোহিঙ্গা নারীদের বিয়োগব্যথা, বাবা-মা হারা শিশুদের ব্যথাভরা চোখ, নাফ নদীতে নৌকা ডুবে যাওয়া, অন্তঃসত্বা নারীদের কষ্ট, বিধবা নারীদের আর্তনাদ ইত্যাদি বিষয় উঠে এসেছে বইটিতে। এর সব লেখা রোহিঙ্গাদের বাস্তব জীবন আর  চোখে দেখা ঘটনা থেকে নেওয়া। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাইফুল আলম বলেন, ‘আপনারা জানেন মিয়ানমারে সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে রোহিঙ্গারা। সবচেয়ে অসহনীয় অবস্থা ছিল নারী ও শিশুদের।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। তবে আমরা চাই রোহিঙ্গাদের নিজ ভুমিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। বইটি ইতিহাসের সাক্ষী, বইটি পড়ে আপনারা অনেক অজানা বিষয় জানতে পারেবেন।’ পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতির নাম রোহিঙ্গা। রোহিঙ্গারা রাষ্ট্রহীন জাতি, যাদের কোনো ভোটের অধিকার নেই। যুগ যুগ ধরে নিজ জন্মভূমিতে বসবাস করলেও আজ তারা উদ্বাস্তু, পথের মানুষ, পথই হয়েছে তাদের ঠিকানা। শতবর্ষ আগে পূর্বপুরুষদের রেখে যাওয়া ভিটেমাটিতে কেটেছে শৈশব, যৌবন; যেখানে তাদের শেকড়, সে দেশ তাদের নয়। নির্বিচারে চালানো হয়েছে গণহত্যা, গণধর্ষণের পর নারীদের করা হয়েছে জবাই, করা হয়েছে আগুনে নিক্ষেপ। মানুষরূপী হায়েনার দল মায়ের কোল থেকে শিশুদের হেঁচকা টানে কেড়ে নিয়ে বুটের নিচে পিষে মেরেছে। শেষমেষ শেকড় ছাড়া করতে পুড়িয়ে দেওয়া হয়েছে বসতভিটা। প্রাণ বাঁচাতে মাতৃভূমি ছেড়ে আজ তারা ভিন দেশে আশ্রিত।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকাটির উপ সম্পাদক আহমেদ দিপু ও এহসানুল হক বাবু, সিটি এডিটর বিএম জাহাঙ্গীর, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, চিফ রিপোর্টার মাসুদ করিম, যুগান্তর অনলাইন ইনচার্জ মিজানুর রহমান সোহেল ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার বেহুলা বাঙলা স্টলে, স্টল নং (১৭৩-১৭৪)। এছাড়া ০১৭২৩৭৫২৮৯৪ নম্বরে ফোন করে বইটি সংগ্রহ করা যাবে। রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/শাহনেওয়াজ