ফাগুনের মলাট

বইমেলায় দোলনচাঁপার ঘ্রাণ ও মাইক্রোপিপ

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে রকিবুল ইসলাম মুকুলের নতুন দুইটি উপন্যাস। উপন্যাস দুটি হলো ‘দোলনচাঁপার ঘ্রাণ’ ও ‘মাইক্রোপিপ’। ‘দোলনচাঁপার ঘ্রাণ’ উপন্যাসে লেখক তুলে ধরেছেন চল্লিশ বছর পর দেশে ফিরে আসা একজন নারীর শেকড়সন্ধানী মনের গভীর অনুরণন। উপন্যাসটি ভালোবাসার, দেশপ্রেমের, গভীর মর্মবেদনার। ‘মাইক্রোপিপ’ উপন্যাসটি একটি কল্পবিজ্ঞান। উপন্যাস দুটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। দুটি উপন্যাসেরই প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। উপন্যাস দুটি সম্পর্কে প্রকাশক আফজাল হোসেন জানান,  রকিবুল ইসলাম মুকুল গত কয়েক বছর নিয়মিত লিখছেন। সম্ভাবনাময় তরুণ কথাসাহিত্যিকদের মধ্যে তিনি উল্লেখযোগ্য। মানুষের জীবনের চলমান ঘটনাগুলো খুঁটিনাটি ব্যবচ্ছেদ করে তিনি সাবলীল গল্প বলার ধরনে উপন্যাসের পটভূমিতে পাঠককে টেনে নিয়ে যান। আশা করি, বই দুটো পাঠকদের ভালো লাগবে। বিশেষ করে দোলনচাঁপার ঘ্রাণ উপন্যাসটি পাঠকদের আপ্লুত করবে এবং দেশপ্রেমের চেতনায় আরো উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। আমরা এটাও আশা করি যে পাঠক বই কিনবেন এবং এবারের অমর একুশে বইমেলা হবে পাঠক-লেখক ও প্রকাশকদের মিলনমেলা। রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ