ফাগুনের মলাট

কবিতা ও ছড়া নিয়ে বইমেলায় ওবায়েদ আকাশ

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) ওবায়েদ আকাশের তিনটি বই প্রকাশিত হয়েছে। কবিতার বই ‘তথ্যসূত্র পেরুলেই সরোবর’ বের হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। বইটি সম্পর্কে ওবায়েদ আকাশ রাইজিংবিডিকে জানিয়েছেন, এই গ্রন্থের কবিতাগুলো গত তিন বছরে লেখা হয়েছে। এছাড়া কাব্য সংকলন ‘বাছাই কবিতা’ বের হয়েছে বেহুলা বাংলা প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। বইটি সম্পর্কে ওবায়েদ আকাশ জানিয়েছেন, এটি ২০১১ সাল থেকে এখন পর্যন্ত প্রকাশিত কবিতার বইগুলো থেকে বাছাই করা কবিতা। তবে দীর্ঘ কবিতাগুলো সংকলিত হয়নি। ২০০১ থেকে ২০১০ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থগুলো এ বাছাইতে সংযুক্ত করা হয়নি। ছড়ার বই ‘ভূতের বাপের শ্রাদ্ধ’ প্রকাশিত হয়েছে চিত্রা প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি সম্পর্কে ওবায়েদ আকাশ জানিয়েছেন, ছড়াগুলো গত দুই বছরে রচিত। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ