ফাগুনের মলাট

বইমেলায় নতুন উপন্যাস নীল নির্বাসন

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে তাহসিনুল ইসলামের উপন্যাস ‘নীল নির্বাসন’। উপন্যাসটি প্রকাশ করেছে সূচীপত্র প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন রাগীব আহসান। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। ‘নীল নির্বাসন’ উপন্যাস সম্পর্কে লেখক তাহসিনুল ইসলাম জানিয়েছেন, শফুর পৃথিবীটা যেন ক্রমাগত লীন হয়ে যাচ্ছে নীল-বিবরে। নীল রঙটা যেন তাকে তাড়া করছে দুঃস্বপ্নের মতো। তার অস্তিত্বের অণু-পরমাণুতে ছড়িয়ে পড়ছে নীল যন্ত্রণার জীবাণুরা। মনের নিঃসীম নির্জনতায় একটা দ্বীপ জেগে উঠছে। নীল-দ্বীপ। কষ্ট-দ্বীপ। সেই নীল নির্জন দ্বীপ তাকে বন্দি করে ফেলছে। ভীষণ একা লাগছে তার! কী দুঃসহ যন্ত্রণা। এদিকে রেবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দরজায়। তার মাথা ঝিমঝিম করছে। এ সে কী দেখছে? এ-ও কী সম্ভব! এভাবেই গল্প চিত্রায়িত করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ