ফাগুনের মলাট

মেলায় তৌহিদ এলাহীর শিশুতোষ গল্পের বই ‘বইকাটা’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তৌহিদ এলাহীর শিশুতোষ গল্পের বই ‘বইকাটা’। আটটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো হয়েছে মজার এ বইটি। লেখক তৌহিদ এলাহী ঢাকা জেলা প্রশাসনে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। ‘বইকাটা’ তার প্রথম শিশুতোষ গল্পের বই। বইটি প্রকাশ করেছে ইকরিমিকরি প্রকাশনী। পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান শিশুসাহিত্য চত্বরের ৫৩১ নম্বর স্টলে। রোববার সন্ধ্যায় বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল করিম, ঢাকা জেলার প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মুজিবর রহমান, সরকারের উপসচিব সুলতানা ইয়াসমিন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ফৌজিয়া রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক কামরুল আহসান সুজন। এ বইয়ে গল্পের সঙ্গে আছে মজার মজার ছবি। ছবিগুলো এঁকেছেন নাজমুল আলম মাসুম। রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/রফিক