ফাগুনের মলাট

মেলায় স্বাস্থ্যবিষয়ক বই ‘পারফেক্ট হেলথ ডায়েট’

রাইজিংবিডি ডেস্ক : অমরে একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে স্বাস্থ্যবিষয়ক বই ‘পারফেক্ট হেলথ ডায়েট’। বইটি প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। বইটি একটি অনুবাদ গ্রন্থ। ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছে ওয়ালটন সায়েন্স রিসার্চ ল্যাব অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মূল লেখক পল জেমিনেট ও সো-চিং। মূল লেখক দুজনকেই বাংলায় অনূদিত বইটি উৎসর্গ করা হয়েছে। বইটির দাম রাখা হয়েছে ৫০০ টাকা। একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১১০-১১১ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ‘পারফেক্ট হেলথ ডায়েট’ বইটি সম্পর্কে বলা হয়েছে, সুখী ও সুন্দর জীবনের জন্য সুস্বাস্থ্য অত্যাবশ্যক। আর সুস্বাস্থ্যের জন্য খাদ্যসহ আনুসঙ্গিক নানা বিষয় প্রয়োজন। দেহের জন্য এমন খাদ্যেও প্রয়োজন যা ক্ষয়পূরণ করে, পুষ্টি সাধন করে। পুষ্টি বা ডায়েট হচ্ছে প্রয়োজনীয় মানসম্পন্ন সুষম খাদ্য। কিন্তু অধিকাংশ মানুষেরই ডায়েট সম্পর্কে সাধারণ জ্ঞান নেই। তার যা ইচ্ছা তা খায়। নানবিধ অসুখে ভোগে, অপুষ্টির শিকার হয়। ডায়েট অনুসরণ করলে মানুষের জীবন হতো সুস্বাস্থ্যময়। আর তাতে জাতীয় স্বাস্থ্য সমৃদ্ধ হতো। এজন্য সকলের ডায়েট সচেতনতা প্রয়োজন। সেই বিবেচনাতে বাংলাভাষী মানুষদের ডায়েট সচেতন করার লক্ষ্যে ‘পারফেক্ট হেলথ ডায়েট’ বইটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ