ফাগুনের মলাট

মেলায় রায়ান নূরের দ্বিতীয় উপন্যাস ‘সরীসৃপের হাসি’

ডেস্ক রিপোর্ট :  অমর একুশে বইমেলায় (২০১৮) পাওয়া যাচ্ছে তরুণ কথাসাহিত্যিক রায়ান নূরের দ্বিতীয় উপন্যাস ‘সরীসৃপের হাসি।’ বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন (স্টল নম্বর ৬৩৭)। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম রাখা হয়েছে ২৪০ টাকা। বইটি সম্পর্কে লেখক রায়ান নূর বলেন, ‘নিজের উপন্যাস সম্পর্কে মন্তব্য করা আমার পক্ষে কঠিন। চার বছরের স্মৃতি থেকে এই উপন্যাস লিখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রাম, ইতিহাসসহ দর্শনের বিভিন্ন জটিল মিমাংসায় বিভিন্ন চরিত্রের সমাগম ঘটেছে এ উপন্যাসে। তেমনি নারী ও পুরুষের মনের অবস্থা বর্ণনায় এসেছে ভারতীয় কোকশাস্ত্র। একজন যুবকের স্বপ্নের বয়ানে ও এক লেখকের কলমে ওঠে এসেছে সন্ন্যাসী, পতিতা, তৃতীয় লিঙ্গ, প্রেম ও বিরহসহ গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এক যুবকের আখ্যান। এই উপন্যাসে উপকাহিনি হিসেবে এসেছে পারস্যের বাদশাহর হেরেমের উপকথা ও এক চিত্রশিল্পীর জীবনবেদ। রতিশাস্ত্রের জনক নাগার্জুন, ঋষি তুণ্ডিরুবাচ ও শিবের গোপন বক্তব্য। বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম প্রাধান্য পেয়েছে এ উপন্যাসে।  পাঠক পুরো উপন্যাস না পড়লে বুঝবে না এটি মূলত কিসের বই। শেষ পর্যন্ত নায়কের ট্র্যাজেডিই এটিকে পরিণতি দিয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ