ফাগুনের মলাট

হর্সলুক পার্লার বইমেলায়

ডেস্ক রিপোর্ট : অমর একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে সামতান রহমানের কাব্যগ্রন্থ ‘হর্সলুক পার্লার’। ‘হর্সলুক পার্লার’ সম্পর্কে সামতান রহমান জানিয়েছেন, এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এ গ্রন্থের কবিতাগুলো একটি মেকানিক্যাল দীর্ঘশ্বাস। কবিতাগুলো স্যাটায়ার কবিতা, ইন্টেলেকচুয়াল কমেডি বা অন্যকিছু। কবিতার ভাষা সময়, পরিবেশ ও তার উপাদান মানুষকে ভিন্ন ভাবনা জাগাবে। বইটির প্রকাশক জানিয়েছেন, এবারের মেলায় ‘হর্সলুক পার্লার’ নিয়ে পাঠকের আগ্রহ ও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বিক্রিও হচ্ছে বেশ ভালো। কাব্যগ্রন্থটি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। ফেসবুকে মো. নাজমুল হুদা নামে একজন পাঠক লিখেছেন, কবি সামতান রহমানের অসাধারণ স্যাটায়ার কবিতার বই ‘হর্সলুক পার্লার’। অদ্ভূত হাস্যরসযুক্ত এবং বুদ্ধিদীপ্ত কাব্যগ্রন্থ। শুভ কামনা প্রিয়কবি। কবির হোসেন নামে আরেকজন ফেসবুকে লিখেছেন, ‘সুপারহিট বই। এই কিতাবখানা পড়লে অশেষ আনন্দ হাসিল হয়। কবি আপনাকে নিয়া যাবে আলাদা শব্দ, ভাষার জগতে। কবিতার তৃপ্তি দেবে। মন জগৎ নাড়ায়া দেবে।’ বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমীন। দাম রাখা হয়েছে ২০০ টাকা। রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ