ফাগুনের মলাট

মেলায় মঈনুল হাসানের ‘সন্ধ্যা নামার আগে’

রাহাত সাইফুল: এবারের মেলায় গল্পকার মঈনুল হাসানের গল্পগ্রন্থ ‘সন্ধ্যা নামার আগে’ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর । মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। স্টল নং ৫৮১-৫৮৩। একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘কল্পে গল্পে ইলিশ’ গ্রন্থটি। এটি যৌথভাবে সম্পাদনা করেছেন মোজাফফর হোসেন ও মঈনুল হাসান। নব্বই দশক থেকে লেখালেখির সূচনা হলেও গত দুই বছর ধরে মঈনুল হাসান নিয়মিত লিখছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফুলকুড়ানি মেয়ে’ ২০১৬ সালে  ও গল্পগ্রন্থ ‘বাস্তুসাপ’ ২০১৭ সালে প্রকাশিত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৮/তারা