ফাগুনের মলাট

ফখরুল হাসানের নতুন বই ‘দহন দিনের গান’

ডেস্ক রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে কবি ফখরুল হাসানের নতুন কবিতার বই ‘দহন দিনের গান’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শ ই মামুন। বইটির ফ্ল্যাপে কবি আসাদ চৌধুরী লিখেছেন, ফখরুল হাসান মানবতা, দ্রোহ, দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এ প্রজন্মের আধুনিক এবং সমসাময়িক কবি। ফখরুল হাসান শুধু একজন কবি কিংবা লেখকই নন-কবিতার পাঠকও বটে। ফখরুল হাসান নীরবে সাহিত্য চর্চা এবং সাধনা করে যাচ্ছে। স্বদেশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর তার বিশেষ কবিতাগুলো যেন প্রজন্মকে এবং আমাদের সমাজ-রাষ্ট্রকে সচেতন করে তোলে! প্রেম বিরহের কবিতায়ও না পাওয়ার যন্ত্রণা ফোটে ওঠে তাহার লেখনিতে, তাই আমি নিশ্চিন্তে বলতে পারি ফখরুল হাসানের  সাহিত্যের এই সাধনা তার কবিতাকে ক্রমাগত অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে, সে-প্রত্যাশা দূরাশা হবে না। তার বর্তমান কাব্যগ্রন্থ দহন দিনের গান-এর প্রতিটি কবিতায় তার সাক্ষ্য আছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ