ফাগুনের মলাট

উপন্যাস ও শিশুতোষ বই নিয়ে মেলায় নাজনীন তৌহিদ

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে নাজনীন তৌহিদের নতুন তিনটি বই। একজন নিরাপরাধ কারাবন্দির জীবনের গল্প এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা উপন্যাস ‘কয়েদী নম্বর ৬৬৬৬’। বইটি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। প্রচ্ছদ করেছেন মুহাম্মদ ইউসুফ। বইটির দাম ১৫০ টাকা।    ভূতো মামা সিরিজের তৃতীয় কিশোর উপন্যাস ‘ভূতো মামার গুপ্তধন অভিযান’। বইটি প্রকাশ করেছে ইন্তামিন প্রকাশন। বইটরি প্রচ্ছদ করেছেন জয়দেব। দাম রাখা হয়েছে ১০০ টাকা।  এছাড়া ভিন্ন ধরনের দশটি গল্প নিয়ে শিশু কিশোরদের গল্পের বই ‘গপ্প সপ্প’। এ বইটিও ইন্তামিন প্রকাশন থেকে বেরিয়েছে। বইটির অলংকরণ করেছেন লেখক নিজেই। প্রচ্ছদ করেছেন জয়দেব। বইটির মূল্য ১৭০ টাকা। রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ