ফাগুনের মলাট

নাম ছাড়া বই প্রকাশ করে আলোচিত

সাংস্কৃতিক প্রতিবেদক : এবার একুশে বইমেলায় (২০১৮)  নাম ছাড়া কাব্যগ্রন্থ প্রকাশ করে আলোচনায় এসেছেন কবি জাহিদ সোহাগ। গ্রন্থটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। এটি জাহিদ সোহাগের ষষ্ঠ কাব্যগ্রন্থ। শুধু সাধারণ পাঠক নয়, নাম ছাড়া বই প্রকাশ নিয়ে অনেক লেখক মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, ‘এটি একদিকে সাহসিকতার পরিচয় অন্যদিকে পাগলামিরও। তবে কবিতাগুলো যদি সময়কে উৎরে যেতে পারে সেক্ষেত্রে তাহলে নাম কোনো বড় বিষয় নয়’। কবি প্রকাশনীর ৬৪৪-৬৪৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে  বইটি। কবির স্বাক্ষর দিয়ে প্রচ্ছদ করেছেন নরোত্তম দুবে। ২৪ পৃষ্ঠার বইটিতে রয়েছে ৫২টি কবিতা। তবে কবিতাগুলোর নেই কোনো নাম। নাম ছাড়া বই প্রকাশ নিয়ে জাহিদ সোহাগ রাইজিংবিডিকে  বলেন, ‘নামকরণের তখনই দরকার হয় যখন নামকরণের প্রয়োজনীয়তা লেখক অনুভব করেন। আমি নামকরণের প্রয়োজনীয়তা অনুভব করিনি, ফলে নাম রাখিনি’। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/অহ/সাইফ