ফাগুনের মলাট

সৈয়দ শামসুল হকের নতুন উপন্যাস ‘নদী কারো নয়’

ডেস্ক রিপোর্ট : এবারের একুশে বইমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নতুন উপন্যাস ‘নদী কারো নয়’। উপন্যাসটির কাহিনি মূলত দেশভাগ নিয়ে। শৈশবে যাকে ‘পার্টিশন’ নামক নিরীহ শব্দবন্ধ হিসেবে জানা যায়, সেই মর্মান্তিক দেশভাগের রক্তিম অভিঘাত, ‘নদী কারো নয়’ উপন্যাসে সেই রক্তাক্ত দেশভাগের অভিজ্ঞতাকে অবলম্বন করে লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের স্ত্রী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক জানিয়েছেন, বর্তমান প্রজন্মের পাঠকরা নিঃস্বার্থভাবে পাঠের মধ্য দিয়ে সৈয়দ হককে মূল্যায়ন করছেন। তারা নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিশ্বসাহিত্যের সঙ্গে তার লেখাকে তুলনা করতে পারছেন। জীবিত সৈয়দ হকের চেয়েও মৃত সৈয়দ হক অনেক শক্তিশালী। তিনি পাঠকের হৃদয়ে বেঁচে আছেন, ভবিষ্যতেও থাকবেন। ‘নদী কারো নয়’ উপন্যাসটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ