ফাগুনের মলাট

বইমেলায় মিঠা মামুনের ‘নিঃশ্বাসে শব্দ ভাসে’

নিজস্ব প্রতিবেদক : একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিঠা মামুনের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নিঃশ্বাসে শব্দ ভাসে'। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ২০ ফেব্রুয়ারি বঙ্গভবনে বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে শব্দশৈলী প্রকাশনীতে, স্টল নং ১৪৫-১৪৮। যেকোনো সৃষ্টিশীল মানুষেরই ক্রমিক পরিণতি হয়। চরম গন্তব্যের পথে প্রতিটা মোড়, প্রতিটা বাঁকও খুব গুরুত্বপূর্ণ। তাদের এড়িয়ে কেউই পৌঁছতে পারে না ঠিকানায়। কবিকে অনুভব করতে হলে এই যাতায়াতের সন্ধানও খুব জরুরি। বাংলা ভাষার প্রশস্ত স্রোতে নতুন নতুন যেসব জলধারা এসে পুষ্টি যোগাচ্ছে, সেই নবীন প্রজন্মের শব্দপ্রপাতের অন্যতম সদস্য মিঠা মামুন।  কবিতাপ্রেমী পাঠকদের মনের খোরাক মেটাবে ‌'নিঃশ্বাসে শব্দ ভাসে' কাব্যগ্রন্থের কবিতাগুলো। কাব্যগ্রন্থটির বিষয়ে মিঠা মামুন বলেন, ‘শব্দের মিছিল দুই মলাটের মধ্যে নিজেকে আটকে রাখে, আবার ছড়িয়ে দেয় বসন্তের বাতাসে। বইটি সম্পর্কে জানা যাবে, কবিতা সম্পর্কে জানা যাবে পাঠে। সবাইকে কবিতা পাঠের আমন্ত্রণ জানাচ্ছি।’ রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/হাসান/সাইফুল